মাগুরায় ‘গোলাগুলিতে ডাকাতদলের সদস্য’ নিহত

মাগুরা সদর উপজেলার বরই খালপাড় এলাকায় মিন্টু গাজী (৪২) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মিন্টু গাজী আন্তজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত দলের দুপক্ষের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা পুলিশ সুপার (এসপি) খান মুহম্মদ রেজোয়ান দাবি করেন, গতকাল দিবাগত রাত ১টার দিকে বরই খালপাড় এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে মাগুরা সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ উদ্ধার করে তারা। এ ছাড়া সেখান থেকে দেশি রামদা ও ছেনদা উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, লাশটি নড়াইলের লোহাগাড়া উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা মিন্টু গাজীর।
পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, মিন্টু আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর নামে মাগুরাসহ বিভিন্ন থানায় ডাকাতির আটটি মামলা রয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান মুহম্মদ রেজোয়ান।