মাগুরায় ছাত্রদলের মিছিলে হামলা, নেতাকে কুপিয়ে জখম

মাগুরা শহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বের হওয়া মশাল মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শহরের আদর্শ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইফতেখার হোসেন অংকুরকে (২১) কুপিয়ে জখম করা হয়। গতকাল বুধবার রাত ৮টার মাগুরা সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে।
এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম। তিনি বলেন, রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি মশাল মিছিল নিয়ে তারা মাগুরা সরকারি কলেজ রোড পার হচ্ছিলেন। মিছিলটি অগ্রণী ব্যাংক এলাকায় পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় তারা অংকুরকে কুপিয়ে জখম করে। এরপর অংকুরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা ছাত্রদলের মিছিলে হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। শহরে পুলিশি টহল আরো জোরদার করা হয়েছে।