মাগুরায় ‘মানিক জোড়’-এর ১৯তম প্রদর্শনী
ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার জনপ্রিয় হাসির নাটক ‘মানিক জোড়’-এর ১৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নাটকটিতে দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রামের সাধারণ মানুষের মধ্যে নানা অসঙ্গতির বাস্তব চিত্র ফুটে উঠেছে।
স্থানীয় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী পিঠা উৎসব ২০২০ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ নাটকটি পরিবেশিত হয়।
সুলতান মোহাম্মদ রাজ্জাক রচিত ‘মানিক জোড়’ নাটকের নিদের্শনা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আল এমরান। থিয়েটার ইউনিটের পরিবেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মইনুল ইসলাম জেসান, কাজী রিফাত, ছাহাদ, মুসা, শাহজাহান, সিফাত, কামিনী, আরাফাত, হারুন, নাজমা আক্তার, নয়ন, হাসান ও সিয়াম। নাটকটির সার্বিক পরিচালনা করেন সংগঠনের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
নাটকটি উপভোগ করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মনির হোসেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবুল ফকিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক দর্শক।