মাগুরায় শিশুকে ধর্ষণচেষ্টায় সাবেক শিক্ষক গ্রেপ্তার

মাগুরা সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শহিদুজ্জামান মুন্সি ওরফে সনো মুন্সি (৬৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুজ্জামানের বাড়ি সদর উপজেলায়। তিনি স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
সদর থানার পরিদর্শক (অপারেশন) সাইদুর রহমান জানান, গত ২৪ নভেম্বর শহিদুজ্জামান সনো মুন্সি প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে মিষ্টি ও টাকার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণচেষ্টা করেন। শিশুটি ভয়ে চিৎকার দিয়ে তার হাত থেকে ছুটে দৌড়ে বাড়ি চলে যায়। এরপর বিষয়টি তার মাকে জানায়।
এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিষয়টি বিভিন্নভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিশুটির মা গতকাল মঙ্গলবার তাঁর শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই শহিদুজ্জামান সনো মুন্সিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সনো মুন্সী বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।