মাগুরায় স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
মাগুরার শালিখা উপজেলায় নতুন করে এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হল চারজন।
মাগুরা জেলা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, আজ জেলায় নতুন করে আক্রান্ত ব্যক্তি শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। গত ২৫ এপ্রিল মসজিদের এক ইমাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসেন। সন্দেহ হলে তাঁর নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। পরদিন তাঁর শরীরে করোনা শনাক্ত হয়।
এ ঘটনায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সসহ ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে আজ একজন মেডিকেল টেকনোলজিস্টের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা চারজনে দাঁড়ালো। বাকি তিনজন সদর ও শ্রীপুর উপজেলার। তাঁরা সবাই আশুলিয়া ও নরসিংদী থেকে আসা পোশাককর্মী।
তবে কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত চার ব্যক্তিই শারীরিকভাবে সুস্থ আছেন এবং তারা হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানান সিভিল সার্জন।