মানিকগঞ্জে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামি!

মানিকগঞ্জে ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি সাটুরিয়া থানা পুলিশ। এতে স্কুলছাত্রীর পরিবার মামলার অগ্রগতি নিয়ে শঙ্কিত। এলাকায় সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তাঁদের অভিযোগ, পুলিশ অভিযুক্ত ধর্ষক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করতে অবহেলা করছে।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ছাত্রীর মা সাটুরিয়া বাজার এলাকায় হাবিবের শ্বশুরবাড়ির একটি ঘরে ভাড়া থাকেন। গত ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় একটি কাজে বাজারে যান। ঘরে একা ছিল তাঁর মেয়ে ওই স্কুলছাত্রী। এই সুযোগে হাবিবুর রহমান ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। হাবিবের শাশুড়ি ঘটনা দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় কৌশলে পালিয়ে যায় হাবিব।
পরদিন দুপুরে জেলা সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। অভিযুক্ত হাবিবুর রহমান হাবিব পাশের ঢাকার ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। সোহরাব স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা বলেন, ‘আমরা আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি, খুব দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’