মেগাপ্রকল্প বন্ধের দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের সরকারকে উদ্দেশ করে বলেছেন, দেশের মানুষকে বাঁচাতে মেঘা প্রকল্প বন্ধ করুন, বিদ্যুৎ প্রকল্পের নামে টাকা পাচার বন্ধ করুন; দেশের সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য দিন।
আজ মঙ্গলবার বিকেলে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের। এ সময় টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলন যেন জনসভায় রূপ নেয়।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। রংপুর হচ্ছে জাতীয় পার্টির মূল শেকড়। এখানে ষড়যন্ত্র সফল করতে মরিয়া একটি পক্ষ।
বিরোধীদলীয় উপনেতা বলেন, বৈদেশিক মুদ্রা শূন্য হয়ে পড়েছে ব্যাংক। দেশ শ্রীলঙ্কার পথে এগোচ্ছে। সামনে ভয়াবহ দিন আসছে বলেও সবাইকে সতর্ক করেন তিনি।
সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব সংসদ সদস্য মজিবুল হক চুন্নু, সংসদ সদস্য আদিলুর রহমান আদেল, সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী প্রমুখ।
জি এম কাদের সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকারপ্রধান বলেছেন—সামনে দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে আপনারা সরকারে থেকে কী করলেন? দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, দেশকে দেউলিয়ার পথে নিয়ে যাওয়া হয়েছে।
ত্রিবার্ষিক সম্মেলন শেষে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে সভাপতি ও এস এম ইয়াসিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন জি এম কাদের। তাদের নাম ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।