মোংলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
বাগেরহাটের মোংলা উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো তেলিখালী গ্রামের দিনমজুর দেলোয়ার শেখের ছেলে মো. জীম ও লাভলু শেখের মেয়ে বৃষ্টি (৪)। জীম তার পরিবারের সঙ্গে এবং বৃষ্টি তার ফুফু হিরা বেগমের সঙ্গে থাকতো। বৃষ্টির মা-বাবা চাকরির সুবাদে ঢাকায় থাকেন।
নিহত শিশুদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গাববুনিয়া এলাকার তেলিখালী গ্রামে আজ শুক্রবার সকালে জীম ও বৃষ্টি নামের দুই শিশু তাদের বাড়ির উঠানে খেলছিল। খেলার এক পর্যায়ে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পড়ে যায় তারা। পরে বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে তাদের পরিবার। এর মধ্যে জীমকে পুকুরে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করেন তার বাবা দেলোয়ার। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দেলোয়ারের ভাইপো লাভলুর মেয়ে বৃষ্টিকে উদ্ধার করা হয়।
এরপর দুই শিশুকে দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক অনুপম মজুমদার মৃত ঘোষণা করেন।
ডা. অনুপম বলেন, ‘পুকুরে ডুবে আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়ার পর পরিবারের কাছে ওই শিশুদের মরদেহ হস্তান্তর করা হবে।