ময়মনসিংহ বিআরটিএ থেকে ১৪ দালাল আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/05/mymen_rab_brta_pic.jpg)
ময়মনসিংহে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব-১৪। ছবি : এনটিভি
সারা দেশের মতো ময়মনসিংহে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব-১৪।
আজ রোববার সকালে র্যাব-১৪ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে জেলা প্রশাসকের অফিস ভবনের নিচে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করে র্যাব। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে অপরাধ বিবেচনায় জরিমানা আদায়সহ সাজা দেওয়া হয়।