যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনাকাঙ্ক্ষিত : পুলিশ অ্যাসোসিয়েশন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/13/police-assosieation.jpg)
পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, যেকোনো দেশের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে স্থিতিশীলতা বজায় রাখা। যা করে চলেছে বাংলাদেশ পুলিশ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক বিভিন্ন অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। এমন সৌহার্দপূর্ণ অবস্থায় বাংলাদেশ পুলিশের আইজিসহ সাত কর্মকর্তার ওপর যাচাই-বাছাই ছাড়াই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।
যুক্তরাষ্ট্র সরকারের এমন আকস্মিক একতরফা সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মর্মাহত ও বিব্রত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।