রবি মৌসুমে ১৩৭ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে সরকার
রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ১৩৭ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এই প্রণোদনা দেওয়া হচ্ছে।
সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।