রাউজানে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ২০ অস্ত্র জব্দ

চট্টগ্রামের রাউজানে ঘোড়াসামশুর টিলা এলাকায় একটি অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক।
সংবাদ সম্মেলনে ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘অভিযানে ১০টি দেশি শর্টগান, ছয়টি দেশি পাইপগান, তিনটি একনলা বন্দুক, সাতটি কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’
ডিআইজি বলেন, ‘রাতে রাউজান থানা পুলিশ গোপন সংবাদ পায় ঘোড়া সামশুর টিলা এলাকায় অস্ত্র কেনাবেচা চলছে। এ সময় পুলিশ অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে অস্ত্র ব্যবসায়ীরা। পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আলমগীর নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্রের ব্যাপারে আটককৃত আলমগীরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’