রাঙামাটিতে ‘জেএসএসের দুই পক্ষের সংঘর্ষে’ তিনজন নিহত

রাঙামাটির রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নের বালুমোড়া মারমাপাড়ায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির।
এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার বলেন, ‘আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আভ্যন্তরীণ দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এবং সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। তিনটি লাশই জনসংহতি সমিতির সদস্যদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে, পৌঁছাতে সময় লাগবে।’
এ ব্যাপারে কথা বলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতাদের মুঠোফোনে যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।