রাজধানীতে ছুরিকাঘাতে চিকিৎসক নিহত
রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক দন্ত্যচিকিৎসক নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনা খুন না-কি ছিনতাইয়ের উদ্দেশ্যে, তা নিয়ে সন্দিহান পুলিশ; খতিয়ে দেখা হচ্ছে হত্যার পেছনের কারণ।
আজ সকালে পুলিশের মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ এ তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
এসআই নাসির আহমেদ বলেন, ‘রাজধানীর মগবাজারের ফরচুন মার্কেটে রংপুর ডেন্টাল নামের একটি নিজস্ব চেম্বার আছে। পাশাপাশি তিনি ব্যবসাও করেন। সে ব্যবসার কাজে তিনি নোয়াখালী যাচ্ছিলেন। এ উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল।’
এসআই নাসির আরও বলেন, ‘বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। ছিনতাইয়ের জন্য ছুরিকাঘাত কি-না, তা জানা যায়নি। চিকিৎসক বুলবুলের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল খোয়া যায়নি। ফলে, বিষয়টি কী, তা তদন্ত ছাড়া বলা মুশকিল।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার পেছনে পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।’
নাসির আহমেদ আরও বলেন, ‘চিকিৎসককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’