রাজধানীর কাপ্তানবাজারে ভয়াবহ আগুন, নিহত ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/08/fire.jpg)
শনিবার ভোরে রাজধানীর কাপ্তানবাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
রাজধানীর কাপ্তানবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই একজনের প্রাণহানি হয়েছে। আজ শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
দেওয়ান আজাদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া আছে। কীভাবে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি।’