রাতে কারওয়ান বাজার সবজির আড়তে ভোক্তা অধিকার, মধ্যস্বত্বভোগীদের বিপুল মুনাফা!
রাজধানীর কারওয়ান বাজারের সবজির আড়ত পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় সবজির আড়তে মধ্যস্বত্বভোগীদের বিপুল পরিমাণ মুনাফা করতে দেখেছেন বলে জানান কর্মকর্তারা।
অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের (অতিরিক্ত সচিব) নেতৃত্বে কর্মকর্তারা গতকাল সোমবার রাত ১১টা থেকে সোয়া ২টা পর্যন্ত কারওয়ান বাজার পাইকারি সবজির আড়তে ছিলেন। এ সময় ভোক্তা অধিকারের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, মো. আব্দুল জব্বার মন্ডল ও মো. শরিফুল ইসলাম মহাপরিচালকের সঙ্গে ছিলেন।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, আড়তে প্রতি কেজি শসা ৩২ টাকা এবং কারওয়ান বাজারের খুচরা বাজারে ৪০-৪৫ টাকা, বেগুন আড়তে ৩৬ এবং কারওয়ান বাজারে ৪৫ থেকে ৫০, কাঁচা মরিচ আড়তে ৩০ এবং কারওয়ান বাজারে ৪০, করলা আড়তে ৩৩ এবং কারওয়ান বাজারে ৪৫, পটল আড়তে ১৫ টাকা কারওয়ান বাজারে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আড়ত থেকে পাইকারি এবং খুচরা পর্যায়ে ৩০-৩৫ টাকার সবজি ৭৫-৮০ টাকায় বিক্রি করা হতেও দেখা যায়।
মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘এখানে প্রান্তিক কৃষকেরা যেমন উৎপাদন খরচ পান না, ভোক্তারা বেশি মূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। মাঝখানে দুই-তিন হাত বদলের ফলে মধ্যস্বত্বভোগীরা প্রতিদিন বিপুল অনৈতিক মুনাফা অর্জন করছেন।’
এ এইচ এম সফিকুজ্জামান বাজার ব্যবস্থাপনা এবং বিপণনে নিয়ন্ত্রণ আনতে ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমানও উপস্থিত ছিলেন।