রাসায়নিক দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম ধ্বংস
রাসায়নিক দিয়ে পাকানো চার হাজার কেজি আম জব্দের পর তা গাড়ির চাকায় পিষে নষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরায় আজ শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেনের উপস্থিতিতে আমগুলো নষ্ট করা হয়।
গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে ঢাকায় পাঠানোর সময় পিকআপ ভর্তি এসব আম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আমগুলো ধ্বংসের সময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম পেড়ে তা রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার কোনো সুযোগ আর দেওয়া হবে না।’