লঞ্চে অগ্নিকাণ্ডে নিখোঁজদের সন্ধানে সপ্তম দিনের উদ্ধার অভিযান
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে সপ্তম দিনের মতো আজ বৃহস্পতিবার উদ্ধার অভিযান পরিচালিত হয়। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা স্পিডবোট ও ডুবুরি নিয়ে নদীর এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটছেন।
অগ্নিকাণ্ডের ঘটনার পর নদী থেকে এ পর্যন্ত নিখোঁজ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে গতকাল বুধবার উদ্ধার হওয়া দুটি মরদেহের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সিমু বেগম (২৫) ও আবদুল হক মিয়া (৩৫)। সিমুর বাড়ি বরগুনা সদরের খাজুরতলা গ্রামে এবং হক মিয়া নরসিংদীর রায়পুরের হাইমোড়া গ্রামের বাসিন্দা। মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নৌপরিবহণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্বেয়ার অ্যান্ড এক্সামিনার আরাফাত হোসেনের নেতৃত্বে চার দসদেস্য তদন্ত দল দ্বিতীয় দিনের মতো পুড়ে যাওয়া লঞ্চ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যদের স্বাক্ষ্যগ্রহণ করেছে। পাশাপাশি হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ হয়ে আহতদের সঙ্গে কথা বলে তদন্তদল।