শাজাহান খানকে ২৪ ঘণ্টা সময় দিলেন ইলিয়াস কাঞ্চন
‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান নামে-বেনামে টাকা আদায় করেন—পরিবহন শ্রমিক নেতা ও সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) শাজাহান খানের এমন অভিযোগের তথ্য-প্রমাণ ২৪ ঘণ্টার মধ্যে উপস্থাপনের আলটিমেটাম দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিজের দুর্বলতা ঢাকতেই শাজাহান খান এমন মিথ্যাচার করেছেন।’
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘শাজাহান খানের এমন মিথ্যাচার শুধু নিজের দুর্বলতা ঢাকার জন্যই। তিনি এসব মানহানিকর কথা বলেছেন জাতিকে বিভ্রান্ত করার জন্য। সেইসঙ্গে সড়ক পরিবহন আইন, ২০১৮-কে বাধাগ্রস্ত করতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে অবান্তর প্রশ্নের অবতারণা করেছেন।’
গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনের তীব্র সমালোচনা করেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি দাবি করেন, ইলিয়াস কাঞ্চন ‘নিসচা’র নামে, নিজের নামে ও পরিবারের অন্যদের নামে টাকা নেন। তিনি ওই টাকার হিসাব জনসমক্ষে তুলে ধরবেন বলেও জানান।
শাজাহান খানের এমন বক্তব্যে পরিবারসহ নিরাপত্তাহীনতার আশঙ্কা করছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ইলিয়াস কাঞ্চন।