শেখ হাসিনার গাড়িবহরে হামলার ১৯ বছর পূর্তিতে সাতক্ষীরায় মানববন্ধন
তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ।
আজ সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ১৯ বছর পূর্তিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।
২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা করা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘প্রধানমন্ত্রীর ওপর আর কোনো হামলা হলে জনগণ আগের মতোই সমুচিত জবাব দেবে।’
সেই মহলকে হুঁশিয়ার করে দিয়ে সাংসদ বলেন, ‘দলের সভানেত্রীর ওপর হামলা করে কেউ রক্ষা পায়নি, পাবেও না।’
মানববন্ধনে আওয়ামী লীগের নেতারা বলেন, ‘এমন ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা হলে জনগণ তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। সাতক্ষীরার কলারোয়ায় ১৯ বছর আগে এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচিত হামলাকারীরা রক্ষা পায়নি। তারা অনেকে বিচারের রায়ে এখন কারাভোগ করছে।’
নেতারা কারাদণ্ড ঘাড়ে নিয়ে এখনও পলাতক হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামন বাবু, অ্যাডভোকেট ওসমান গনি, ফিরোজ কামাল শুভ্র, হারুনার রশীদ, আওয়ামী লীগনেত্রী লায়লা পারভিন সেঁজুতি।