শেখ হাসিনা এখন লার্জার দেন পার্টি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা এখন লার্জার দেন পার্টি।’ আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নিজের ঘর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযান শুরু করেছেন বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মাদকসেবী, চাঁদাবাজ, ভূমিদস্যু ও টেন্ডারবাজদের না বলুন।’
তখন স্বেচ্ছাসেবক লীগের উপস্থিত নেতরা সমস্বরে ‘না, না’ বলে ওঠেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা এখন লার্জার দেন পার্টি। তিনি শুধু পরবর্তী নির্বাচনের চিন্তা করে রাজনীতি করেন না। গত ৪৪ বছরের সবচেয়ে সফল কূটনীতিক ও রাজনীতিবিদ তিনি।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা আজ সারা দুনিয়ায়। ভিক্ষুকের জাতিখ্যাত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছেন প্রধানমন্ত্রী।’
ওবায়দুল কাদের বলেন, ‘চরিত্রহননের ছোরা দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া যায়নি। টুঙ্গিপাড়া আজ তীর্থস্থানে পরিণত হয়েছে। তারা ভেবেছিল টুঙ্গিপাড়ায় দাফন করলে মানুষ তাঁকে ভুলে যাবে। খুনিদের অঙ্কে ভুল ছিল। তা আজ প্রমাণিত হয়েছে।’
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত