শেরপুরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ভোরে নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দেখা গেছে, দক্ষিণ বাজারের এই অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক্সের দোকান, কাঁচামালের আড়ত, মশলা পেষাইয়ের মিলসহ মোট ১৫টি দোকান ও প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবদুল খালেক জানান, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। পৌর শহরে পানি উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।