শেরপুরে ইয়াবা-গাঁজা জব্দ, দুই ভাই গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাইফুল ও আল-আমিন নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার বাবেলাকোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, ‘আমাদের কাছে খবর ছিল দুই ভাই সাইফুল ও আল-আমিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিশ্চিত খবরের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার বাবেলাকোনার কুমারগাতী গ্রামের সাইফুলের বসতবাড়ি থেকে প্রথমে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাঁর ভাই আলআমিনের ঘর থেকে এক হাজার ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ওই দুই ভাইকে আটক করে থানায় আনা হয়।’
ওসি আরো জানান, ওই দুই ভাইয়ের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।