শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
উপজেলার কর্ণঝোড়া সীমান্ত পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই গণমাধ্যমকে বলেন, আজ রোববার ভোররাতের কোনো এক সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।’
নিহতরা হলেন উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মেঘাদল গ্রামের উকিল মিয়া (২৫) ও খোকন মিয়া (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে ভারতীয় গরু চোরাকারবারিদের সঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়েছিলেন উকিল ও খোকন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁরা নিহত হন।
সকালে উকিল মিয়ার লাশ পানবাড়ি এলাকার ১০৯২ নম্বর সীমানা পিলারের কাছ থেকে উদ্ধার করা হয়। আর দুপুরে সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে খোকনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।