সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করল গণতন্ত্র মঞ্চ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/11/gnntntr-mnyc.jpg)
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদী পদযাত্রা পালন করেছে গণতন্ত্র মঞ্চ।
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয়ে দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদ-এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ-অধিকার পরিষদ-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান লুটপাট ও দুর্নীতিতে মশগুল থাকা সরকার তাদের পছন্দের লোকজনের হাতে জনগণের কষ্টের টাকা তুলে দেওয়ার জন্য গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন খাতে লুটপাট ও পাচারের সুযোগ তৈরি করে দিয়ে দেশকে একটা ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিয়েছে। এখানে সরকার আপনাকে বাতাস দূষণ করে শ্বাস নিতে দেয় না, নিবর্তনমূলক আইন করে কথা বলতে দেয় না, তাদের সিন্ডিকেট, তাদের মাফিয়াদের ভোগের খোরাক দিতে গিয়ে সঠিক দামে খাবার, তেল, বিদ্যুৎ দেয় না। সবখানেই এ সরকার জনগণের টুটি চেপে ধরেছে।
সভায় গণ-অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ সারাদেশে গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীর ওপর ফ্যাসিবাদী সরকারের গুণ্ডাবাহিনীর হামলার প্রতিবাদ জানানো হয়।