সরকার চায় না শ্রমিকরা লাশ হয়ে ফিরুক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, শ্রমিকরা বিদেশ থেকে লাশ হয়ে ফিরুক, এটা কখনো সরকার চায় না। প্রতিটি দেশে শ্রমিকদের সহযোগিতার জন্য সরকারের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
আজ শনিবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় আবদুল মোমেন বলেন, ‘বর্তমানে বাংলাদেশের বিশাল একটি অংশ বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কর্মরত আছেন। যার পরিমাণ এক কোটি ২২ লাখেরও বেশি। এত সংখ্যক শ্রমিকের মধ্যে কারো কারো মৃত্যুর ঘটনা অনেকটা স্বাভাবিকভাবেই হয়। তাই শ্রমিক মৃত্যু নিয়ে কারো ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ নেই। কেননা বিদেশে অবস্থানরত শ্রমিকদের সহায়তার জন্য প্রতিটি দেশে বাংলাদেশের হাইকমিশনের অন্তর্ভুক্ত আশ্রয়কেন্দ্র রয়েছে। কোনো শ্রমিক যদি সেখানে নির্যাতিত হয়, আর তাদের তথ্য দেয়, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে ওই দেশে বাংলাদেশের ওই শ্রমিককে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সেই সঙ্গে এই সেবাটি যেন ২৪ ঘণ্টা চালু থাকে, সে জন্য হটলাইনেরও ব্যবস্থা রয়েছে।’
বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সেবায় সরকার সব সময় আন্তরিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ থেকে যখন শ্রমিকরা বিদেশে যায়, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগোচরেই তারা দেশত্যাগ করে। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, সে জন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে সরকার।’