সাতক্ষীরায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার
ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দশটি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৫০) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে ঢাকা থেকে সাতক্ষীরার ব্রজবাকসা বাজারে পৌঁছানো একটি বাস থেকে নামার পরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার ও স্বর্ণগুলো জব্দ করা হয়।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবির ঝাউডাঙ্গা ক্যাম্পের নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহলদল গোপন সূত্রে খবর পেয়ে বাসযাত্রী বাস থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে স্বর্ণের দশটি বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭৩ লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
আল মাহমুদ আরও জানান, গ্রেপ্তার মনিরুলকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে মাত্র চারদিন আগে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে আরও ৮০ তোলা স্বর্ণসহ একজন চোরাচালানি গ্রেপ্তার করে বিজিবি।