সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিয়ে সংঘর্ষে আহত ৩০, আটক ১৫
সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এ ঘটনায় জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ ইচ্ছুক বহিরাগতরা স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করেছে পুলিশ।
জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে বিধি-নিষেধের আওতায় গত ১৩ জানুয়ারি থেকে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। সোমবার শহীদ দিবস ও সরকারি ছুটির দিনে অসংখ্য মানুষ শহীদ মিনার মনে করে ভিড় জমান জাতীয় স্মৃতিসৌধে। সন্ধ্যার দিকে পুলিশ ও আনসার সদস্যদের উপেক্ষা করে কিছু যুবক জোরপূর্বক জাতীয় স্মৃতিসৌধের দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যেরা যুবকদের বাধা দিলে ক্ষুব্ধ হয়ে তারা গেটসহ স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।’
মিজানুর রহমান বলেন, ‘একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আনসার সদস্যদের সঙ্গে যোগ দিলে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে ওই যুবকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। আনসার সদস্যসহ আহত হয় কমপক্ষে ৩০ জন।’
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধরপাকড় শুরু করলে যুবকেরা পালিয়ে যায় এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়।
আহতদের অনেকেই স্থানীয় ক্লিনিক ও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্মৃতিসৌধে অনধিকার প্রবেশ এবং কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’