সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাভার সেনানিবাস।
আজ বৃহস্পতিবার রাতে সাভার সেনানিবাসে সেভেন ফিল্ডের প্রশিক্ষণ মাঠে এডহক একাত্তর মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় ‘মুজিব শতবর্ষে বিজয়ের পঞ্চাশে’ নামের এই বর্ণিল সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।
সেনা সদস্যদের পরিবেশনায় সঙ্গীত, পালা গান ও নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জীবন ও আদর্শ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাত্তর মেকানাইজড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও জিনিয়া জাফরিন লুইপা।