সিরাজগঞ্জে ইজিবাইক চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইসলাম হোসেন (৩২) নামের এক ইজিবাইক চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে—ইসলাম হোসেনকে হত্যার পর তাঁর ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তেরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদার খান আবুল ব্রিজ এলাকা থেকে ইসলাম হোসেনের লাশ উদ্ধার করা হয়।
নিহত ইসলাম হোসেন তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্ররা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের আবুল ব্রিজ এলাকায় ইজিবাইক চালক ইসলাম হোসেনের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময়ে ইসলামের ইজিবাইক ভাড়া করে দুর্বৃত্তেরা। তারা তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের আবুল ব্রিজ এলাকায় পৌঁছে ইজিবাইক চালকের হাত-পা বেঁধে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে যায়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।