সিরাজগঞ্জে যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী

যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তায় সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে কাজ করছে সেনাবাহিনী। মহাসড়কে সেনাবাহিনী নিয়োজিত থাকায় যমুনা সেতুর পশ্চিম অংশে নেই যানজট।
আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। ঈদের ছুটিতে স্বাচ্ছন্দে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।
শুক্রবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলযোগে ঈদে বাড়ি ফিরছে মানুষ।
এ বিষয়ে ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্ট আরটিলারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির জানান, হাটিকুমরুল থেকে যমুনা সেতু এবং চান্দাইকোনা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহাসড়কে কাজ করছে সেনাবাহিনী। ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, এজন্য দিন রাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঈদযাত্রায় শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে গতকাল বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ২৪১টি যানবাহন পারাপার হয়।
প্রকৌশলী আহসানুল কবির পাভেল আরও জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে দুপাশেই দুইটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।