সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সায়েনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সায়েনার স্বামী মকবুল হোসেন। আহত মকবুলকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাপুর কবরস্থান এলাকার সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েনা বেগম বেলকুচি উপজেলার মুকুন্দগাতি গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর কবরস্থান এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় সায়েনা বেগম নামের ওই নারী। আহত হয় নিহতের স্বামী মকবুল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।