সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা, আরো দুই শ্রমিক আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত ও আগুন লাগার ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য আরো দুই শ্রমিককে আটক করেছে জিআরপি থানা পুলিশ। এ নিয়ে মোট চারজনকে আটক করা হলো।
আটক চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন খালাসি আরিফুল ইসলাম, মিস্ত্রি আবদুর রাজ্জাক ও আবুল হোসেন। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছে।
এদিকে ট্রেন দুর্ঘটনার ৩০ ঘণ্টা পর পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উল্লাপাড়া স্টেশন এলাকায় ক্ষতিগ্রস্ত ট্রেনের চারটি লেন সংস্কার শেষে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ট্রেনের চালকসহ অন্তত ১০ জন আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেলযোগাযোগ বন্ধ থাকে। ছয় ঘণ্টা পর বিকল্প পথে ট্রেন চলাচল শুরু হলেও শুক্রবার রাত থেকে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ট্রেন দুর্ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।