সিলেটে মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু বিস্ফোরক নয়
সিলেটে পুলিশ সদস্যের মোটরসাইকেলে লাগানো বোমাসদৃশ ডিভাইসটি কোনো বিস্ফোরক ছিল না। এটি একটি ইলেক্ট্রিক গ্রাইন্ডিং মেশিন বলে নিশ্চত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা বিশেষজ্ঞ দলের প্রধান লেফট্যানেন্ট কর্নেল রাহাত।
আজ বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত বোমা বিশেষজ্ঞদল প্রথমে বোমাসদৃশ বস্তুটি মোটরসাইকেল থেকে আলাদা করে। পরীক্ষার পর সেটি বিস্ফোরক নয় বলে জানতে পারে। এরপর তারা সেটি খুলে গ্রাইন্ডিং মেশিন বলে নিশ্চত হয়।
গতকাল বুধবার রাত ৮টার দিকে ওই বোমা সদৃশ বস্তু নিজের পার্কিং করা মোটরসাইকেলে দেখতে পান ট্রাফিক পুলিশের সার্জেন্ট চয়ন রাইডু । পরে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশকে (এসএমপি) খবর দেন। এরপর থেকে প্রায় ২০ ঘণ্টা র্যাব, পুলিশ ও সিআরটি ওই এলাকা ঘিরে রাখে। এ সময় জিন্দাবাজার চৌহাট্টা রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।