সুনামগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জে অনিক চন্দ্র ব্রহ্ম নামের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময়ে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় ওই কিশোরের মরদেহ নির্মাণাধীন সুনামগঞ্জ কালেক্টরেট ভবনের নিচতলা থেকে উদ্ধার করে পুলিশ।
আজ সোমবার সকালে খবর পেয়ে নিহত অনিকের পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। অনিক সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র এবং তাহিরপুর উপজেলার তেলিগাঁও গ্রামের প্রদীপ ব্রহ্ম ও অঞ্জনা রানী পালের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল রোববার দুপুর ১টায় শহরের পশ্চিম নতুনপাড়া এলাকার বাসা থেকে বের হয় অনিক। এরপর বিকেলে আর বাসায় ফেরেনি। বাসার লোকজন প্রথমে ভাবেন সে হয়ত দোল পূর্ণিমার আয়োজনে কোথাও গিয়েছে। রাতেও না ফেরায় ভোর থেকে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা।
আজ সকাল ৬টায় খবর আসে, পুলিশ রোববার বিকেলে নতুন কোর্ট ভবন থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে। পরে তারা হাসপাতালে গিয়ে অনিকের লাশ দেখেন।
অনিকের বাবা প্রদীপ ব্রহ্ম বলেন, আমি চার ছেলেকে লেখাপড়া করানোর জন্য শহরে ভাড়া বাসায় থাকি। আমার ছেলে শহরের রাস্তাঘাটই ভালো করে চেনে না। কারো সঙ্গে আমার বা আমার ছেলের কোনো বিরোধ নেই। কারা এমন ঘটনাটি ঘটালো বুঝতে পারছি না।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, রোববার বিকেলে অজ্ঞাত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আজ তাঁর পরিচয় মিলেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, অনিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।