সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেমি ওপরে, অর্ধশত গ্রাম প্লাবিত
কয়েক দিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, চলতি ও চেলা নদীসহ সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুরমা নদীর পানি আজ শনিবার সকাল ৯টায় ঘোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকাসহ নিম্নাঞ্চলের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে ও রাস্তাঘাটে পানি থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষজন।
তাহিরপুর উপজেলার শক্তিয়ারখলা সড়কে পানি উঠে যাওয়ায় সুনামগঞ্জর সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আজ শনিবার সকালে জানায়, আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।