সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা আজ ফিরবেন

সেন্টমার্টিন দ্বীপের ঘাট। ফাইল ছবি : ইউএনবি
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আজ সোমবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছে প্রশাসন।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সাগর উত্তাল থাকায় গত শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিনে রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পর সেখানে আটকে পড়ে প্রায় এক হাজার ২০০ পর্যটক। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সেন্টমার্টিনের ইউপি সদস্য হাবিবুর রহমান খান জানান, এখনো বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল। তবে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা নিরাপদে এবং ভালো আছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সোমবার তাদের জাহাজে করে টেকনাফে নিয়ে আসা হবে।