সোনামসজিদ বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছে ২৪ জন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/19/chapai.jpg)
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকাপড়া ২৪ বাংলাদেশি দেশে ফিরেছে। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে তারা দেশে ঢোকেন।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জাফর ইকবাল জানান, আজ দুপুর থেকে আটকেপড়া যাত্রীদের বন্দরে ঢোকা শুরু হয়। প্রতিটি যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর হোটেলে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারত থেকে আসা যাত্রীদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ২৪ জনের মধ্যে ১৪ জনকে সোনামসজিদ ডাকবাংলোতে, সাতজনকে শহরের একটি হোটেলে ও তিনজনকে সদর হাসপাতালে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে। করোনা পজিটিভ শনাক্ত হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে।
এদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি জানান, কোয়ারেন্টিনে থাকা যাত্রীরা যাতে কেউ পালিয়ে যেতে না পারে সেজন্য নিরাপত্তার দায়িত্বে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।