সোনারগাঁওয়ে বাসচাপায় দুই নারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমিনা খাতুন ও ফজলুর রহমানের স্ত্রী নুরজাহান।
মহাসড়ক পুলিশের পরিদর্শক কে এম মেহেদী জানান, এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।