সৌদিতে নির্যাতিত ফেসবুক লাইভে আসা নারীর পরিবারে উৎকণ্ঠা, জিডি

চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে সৌদি আরবে নির্যাতিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সুমি আক্তারের (২৫) পরিবার। তিনি সাভারের আশুলিয়া ইউনিয়নের চারাবাগ মাদ্রাসা রোড এলাকার নুর ইসলামের স্ত্রী।
এ ঘটনায় সুমির স্বামী ওই এজেন্সির নামে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নুর ইসলাম জানান, গত রোজার মাসে তাঁর স্ত্রী আশুলিয়ার চারাবাগ এলাকার এক নারী দালালের মাধ্যমে রাজধানীর পল্টনের একটি এজেন্সির মাধ্যমে উচ্চ বেতনে সৌদি আরবের রিয়াদে একটি হাসপাতালে গৃহকর্মী হিসেবে যান। সৌদি আরব যাওয়ার পরে ওই নারীকে বিক্রি করে দেন দালালরা।
রিয়াদের একটি বাড়িতে আটকে রেখে প্রতিদিন জঘন্যভাবে নির্যাতন চালানো হয় বলে সম্প্রতি সুমি ফেসবুক লাইভে এসে জানান। সুমির হাত গরম তেল দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।
সুমি আক্তার বাংলাদেশে ফিরতে চান এবং এ জন্য তিনি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন, নির্যাতনের শিকার ওই নারীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।