স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সাধারণ সম্পাদক আফজালুর

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ। ওই সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন আফজালুর রহমান বাবু।
আজ শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানে ওই সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে সংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্মল রঞ্জন গুহ আগের কমিটির সহসভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন। অন্যদিকে আফজালুর রহমান বাবুও ছিলেন আগের কমিটির সহসভাপতি।
নতুন দায়িত্ব পাওয়ার পর নির্মল রঞ্জন গুহ সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব।’
এ ব্যাপারে আফজালুর রহমান বাবু বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ দক্ষ এবং শক্তিশালী সংগঠন হিসেবে আবির্ভূত হবে। দুর্দিনের নেতাদের মূল্যায়ণ করা হবে।’
মহানগরের দুই কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা
এদিকে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দক্ষিণের সভাপতি হয়েছেন কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তারেক সাঈদ।

স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান নাইম।

গত ১১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের দিন অর্থাৎ ১২ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় উত্তরের সম্মেলন। ওই দিন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ফরিদুর রহমান খান ইরান ও মো. ইসহাক মিয়া গ্রুপের নেতারা সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান। এতে বেশ কয়েকজন আহত হন।