স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তরের সম্পাদকের ভিডিও ভাইরাল

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাতে বাড়িতে নববধূকে সামনে রেখে শটগান উঁচিয়ে আকাশে গুলি ছোড়েন নাঈম, যা দেখে পাশে থাকা তাঁর স্ত্রী ভয়ে কানে আঙুল দিয়ে রাখেন। এরপর শটগানটি এক যুবকের হাতে দিয়ে তিনি স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যান।
আনিসুর রহমান নাঈম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গুলি ছোড়ার ভিডিওটি কোন তারিখের বা তিনি কবে বিয়ে করেছেন, তা জানা যায়নি। শটগানটি লাইসেন্স করা কিনা, তাও জানা যায়নি।
গত ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়। সেদিন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। কমিটি ঘোষণার পর থেকে গুলি ছোড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নাঈম আগে ঢাকা মহানগর উত্তরের দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
এ প্রসঙ্গে আনিসুর রহমান নাঈমকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।