হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি : এনটিভি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার দুপুরে মাধবপুরের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর জেলার শান্তা গ্রামের আবুল কাশেমের ছেলে চালক রুবেল মিয়া (৩২) ও একই জেলার জিগাটলার সফর আলীর ছেলে হেলপার আহাদ মিয়া (২৭)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া জানান, সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকের চালক রুবেল ও হেলপার আহাদ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।