হাতিয়ায় পুকুরে মিলল মেঘনার ইলিশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/29/noakhali-hatia-ilish-fish.jpg)
নোয়াখালীর হাতিয়ায় আজ রোববার পুকুরে ধরা পড়া মেঘনার ইলিশ। ছবি : এনটিভি
নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে ধরা পড়েছে মেঘনার ইলিশ। আজ রোববার সকালে উপজেলার হরনী ইউনিয়নের বয়ারচর গ্রামের বেলালের বাড়ির নিজস্ব পুকুরে এই ইলিশটি ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, বেলাল নামের এক ব্যক্তি পুকুরে সেচ দেয়। এ সময় অন্যান্য মাছের সঙ্গে প্রায় তিনশ গ্রাম ওজনের ইলিশ মাছটি পায়। ধারণা করা হচ্ছে জোয়ারের পানির সঙ্গে মাছটি পুকুরে ঢুকে পড়ে, পরে আর বের হতে পারেনি। পুকুরটি থেকে মেঘনা নদী খুবই কাছে হওয়ায় এ ধারণা করা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, হয়তো সাম্প্রতিক জোয়ারের পানিতে মাছটি পুকুরে ভেসে এসে আটকা পড়ে যায়। উপকূলীয় অঞ্চলের পানি সাধারণত লবণাক্ত হয়। তাই মাছটি অন্যান্য মাছের সঙ্গে বেড়ে উঠেছে। তবে পুকুরে ইলিশ মাছ বেঁচে থাকাটা বিরল।