হিলিতে ফেনসিডিলসহ তিন নারীসহ পাঁচজন আটক
দিনাজপুরের হিলি থেকে মাদক পাচারের অভিযোগে একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাকিমপুর থানার পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের বানু বেগম (৬২), রাজিয়া সুলতানা (৬০), মাজেদা বেগম (৩২), একই এলাকার মাসুদ রানা (৩৮) এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছিমর গ্রামের প্রাইভেটকারের চালক আবু সাঈদ (২৪)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে থানার একটি টইলদল উপজেলার হরিহরপুর সড়কে টহল দিচ্ছিল। এ সময় হিলি থেকে ঘোড়াঘাটের দিকে একটি প্রাইভেটকার যাওয়ার পথে সন্দেহ হলে থামানো হয়। এক পর্যায়ে প্রাইভেটকারে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রত্যেকে শরীরে ফেনসিডিল বহন করার কথা স্বীকার করে। এ সময় ১৭৭ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে থানায় আনা হয়।
ওসি আরও জানান, এ ব্যাপারে আটককৃত পাঁচজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।