১০৮ বোতল ভারতীয় মদ, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/11/02/mymen-arrest-news-pic.jpg)
ময়মনসিংহের ধোবাউড়ায় ১০৮ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার তিনজন। ছবি : এনটিভি
ময়মনসিংহের ধোবাউড়ায় ১০৮ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ধোবাউড়া থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ঘোষগাঁও কামাক্ষা মন্দিরের পাশ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার করার সময় তাদের আটক করা হয়েছে। এ সময় আরও দুজন পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক দুজনসহ পাঁচজনের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন ইলিয়াস হোসেন (২৬), মোশারফ হোসেন (৩৫), নাজিম উদ্দিন (২৮)। আর পলাতক দুজন হলেন সোহেল (২৫) ও শিপন গারো (২২)।
আটক হওয়া ব্যক্তিদের আজ বিকেলে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, মাদক আইনে মামলা করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।