২৫ কেজি ইলিশ ও দেড়লাখ মিটার কারেন্টজালসহ আটক ৬
দেশজুড়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। প্রজনন মৌসুম উপলক্ষে ৭ অক্টোবর থেকে নদীতে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। মৎস্য সংরক্ষণ প্রকল্প কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরীর নেতৃত্বে পদ্মা নদীতে মাছের অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী, পুলিশ ও মৎস্য বিভাগ। আজ রোববার শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে চালানো হয় এ অভিযান।
এ সময় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২৫ কেজি ইলিশ ও দেড় লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। মাছগুলো একটি এতিমখানায় দেওয়া হয়েছে। জব্দকৃত কারেন্টজাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মৎস্য সংরক্ষণ প্রকল্প কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী বলেন, ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম চলমান। এর আওতায় আজকে আমরা জাজিরা উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ এবং নৌ-বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করি। এতে ৬ জন মৎস্য আহরণকারী ও ২৫ কেজি মা ইলিশ মাছসহ দেড় লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। নিষেধাজ্ঞা চলাকালে এ অভিযান চলমান থাকবে।