২৮ দিনে ই-নামজারি করবে ভূমি মন্ত্রণালয়
ভূমিসেবা প্ল্যাটফর্মে ই-নামজারি ২৮ দিনের মধ্যে করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরই মধ্যে এই লক্ষ্য বাস্তবায়নে যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
ওই চিঠিতে ভূমিসেবা প্ল্যাটফর্মে ই-নামজারি সংশ্লিষ্ট অবমুক্ত তথ্যের বরাতে ই-নামজারির গড় নিষ্পত্তির সময় নিয়মিত মনিটরিং করার কথা বলা হয়েছে। ২৮ দিনের বেশি অনিষ্পন্ন ই-নামজারি মামলা দ্রুত নিষ্পত্তি করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া, একই চিঠিতে আগের সিস্টেমের কারণে যেসব আবেদন ‘মিথ্যা-নেতিবাচক’ অনিষ্পন্ন বা পেন্ডিং দেখাচ্ছে, সেসব সমাধান করার উপায়ও জানানো হয়েছে।