৫৯ মিলিমিটার বৃষ্টি, আলুর ব্যাপক ক্ষতি
দিনাজপুরে গত দুদিনে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টির কারণে আলু চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক জানান, দিনাজপুর জেলায় মোট ৪৭ হাজার ৩৯০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়।
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া, এতে আলুক্ষেতে পানি জমে যায়। অতিবৃষ্টির কারণে আলুতে পচন ধরতে শুরু করেছে। বিশেষ করে যেসব গাছে ছোট আলু রয়েছে, তা নষ্ট হয়ে যাবে এবং বড় আলু উঠানোর পরও বেশি দিন থাকবে না।
দিনাজপুর সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের আলু চাষি তাজেমুল ইসলাম জানান, গরু ও ছাগল বিক্রি করে চার বিঘা জমিতে আলু লাগিয়ে ছিলাম, হঠাৎ বৃষ্টির কারণে সব আলু নষ্ট হয়ে যায়। আলুক্ষেত থেকে পানিও সরানো যাচ্ছে না।
আরেক আলু চাষি সাইদুর রহমান বলেন, বৃষ্টির কারণে গাছ পচি যাছে, আলুও পচি যাছে। মুইতো মাঠতে মারা গেনু। অনেক টাকা ধার করি আলু চাষ করিছু।
অনেক বর্গাচাষি ধার-দেনা ও ঋণ নিয়ে আলু চাষ করেছে। আলু নষ্ট হওয়ায় তাদের এখন মাথায় হাত। এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেবেন এই চিন্তা তাদের।
অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক মুঠোফোনে বলেন, আলুর তেমন কোনো ক্ষতি হয়নি।