টেকসই বাঁধ নির্মাণের দাবিতে সাতক্ষীরায় নৌবন্ধন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। আজ রোববার সকালে উপজেলার নীলডুমুর বেড়িবাঁধ ভাঙন পয়েন্টে খোলপেটুয়া নদীতে আয়োজন করা হয় এ নৌবন্ধনের।
এ নৌবন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার দক্ষিণ উপকূলের ১০টি পোল্ডারের প্রায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ বারবার দুর্যোগে ভাঙছে। আইলা, সিডর ও আম্পানে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি।
তারা বলেন, বারবার ক্ষতির পর সরকার যে সংস্কার কাজ করছে তা টিকছে না। এজন্য স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ না হলে দেশের দক্ষিণ উপকূল বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা নাগরিক আন্দোলন কমিটির সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে নৌমানববন্ধনে আরো বক্তব্য দেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান খালেদা আইউব ডলি, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, পরিবেশবিদ অধ্যক্ষ আশেক-ই-এলাহি, নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বেসরকারি সংস্থা লিডার্সের মোহন কুমার মণ্ডল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ মণ্ডল প্রমুখ।
পরে এক সংবাদ সম্মেলনে বাঁধ নির্মাণে স্থানীয় সরকারকে সম্পৃক্তকরণ, অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ এবং উপকূলে সুপেয় পানির ব্যবস্থাসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।